তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর যৌথ আয়োজনে “৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩” আয়োজিত হতে যাচ্ছে।
উল্লেখ্য, এবছর ২০০৫ বা তারপরে জন্মগ্রহণ করা বাংলাদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে।
The Olympic মূলথিমের উপর নির্ভর করে এবছর শিক্ষার্থীদের রোবট তৈরি করতে হবে।
আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ এর রেজিস্ট্রেশন চলবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে।
এবছর সব ক্যাটাগরির অনলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ১৩-১৬ সেপ্টেম্বর এবং তারপর অনলাইন বাছাই পর্ব থেকে নিবাচিত শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৯-৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে মোট ৫ টি ক্যাটাগরিতে -
ক্রিয়েটিভ ক্যাটাগরি,
রোবট ইন মুভি,
ফিজিক্যাল কম্পিউটিং,
ড্রোন মেজ,
রোবটিকস কুইজ
বিস্তারিত সময়সূচী, সব ক্যাটাগরির ও রেজিস্ট্রেশনের নিয়মকানুন ইত্যাদি বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে জানা যাবে।
জাতীয় পর্বের বিজয়ীদের থেকে পারফরম্যান্সের ভিত্তিতে আবাসিক ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশ দল গঠন করা হবে, যারা ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে জানুয়ারি ২০২৪ এ অংশগ্রহণ করবে গ্রিসের এথেন্সে।
বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে লিংক-
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS