আজ মহান ২১ ফেব্রুয়ারি। বাঙালি জাতির ইতিহাসে বেদনা ও গৌরবদীপ্ত অহংকারে মহিমান্বিত মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্টভাষা হিসেবে বাংলার মর্যাদা প্রতিষ্ঠার ৬৬ বছর পূর্ণ হচ্ছে আজ। এ উপলক্ষে প্রথম প্রহরেই সোনারগাঁ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহীনুর ইসলাম মহোদয়ের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ পালিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস