০১। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। “শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প” এ অধিদপ্তরের একটি ফ্লাগশিপ প্রকল্প। প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০০১টি ও ২য় পর্যায় ৫০০০ টি সহ মোট ৯০০১ টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। এছাড়াও ৩০০টি সংসদীয় আসনে ৩০০টি “শেখ রাসেল স্কুল অব ফিউচার” স্থাপন করা হয়েছে। ল্যাবসমূহ সঠিকভাবে পরিচালনা, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হতে ৪ জন করে মোট ৩৬,০২০ জন শিক্ষকগণকে “আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং ও মেইনটেনেন্স” বিষয়ক ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৯টি ভেন্ডর প্রতিষ্ঠান এর মাধ্যমে প্রতি ব্যাচে ২০ জন হিসেবে গড়ে ২০০টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হবে। এলক্ষ্যে সোনারগাঁ উপজেলায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠান হতে মোট ৮৪ জন শিক্ষককে নিয়ে ৪টি ব্যাচ অনুষ্ঠিত হবে। ২৯ মে ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ থেকে ১ম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস